নিজস্ব প্রতিনিধি,
বিগত দু’বছর ধরে হিংসার আগুনে জ্বলছে মণিপুর রাজ। গোটা রাজ্যজুড়ে মৃত্যু হয়েছে বহু সাধারণ মানুষের। পাশাপাশি ঘরছাড়া আরও অনেকে। সংঘর্ষ শুরু পর থেকেই এই রাজ্যে আসার জন্য প্রধানমন্ত্রীর কাছে বার বার আবেদন করেছে সাধারণ মানুষ। তা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। অবশেষে জানা গিয়েছে, আগামী ১৩ থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত মণিপুর-সহ পাঁচ রাজ্যে সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর মধ্যে রয়েছে ভোটমুখী বিহার এবং পশ্চিমবঙ্গ। তবে সবথেকে গুরুত্বপূর্ণ সফর হতে চলেছে হিংসা বিধ্বস্ত মণিপুরে। ২০২৩ সালের মে মাসে মণিপুরের সংঘর্ষ শুরুর পরে এই প্রথমবার সেখানে যাবেন প্রধানমন্ত্রী। এই সফর নিয়ে অনেকদিন ধরে জল্পনা চললেও তা দানা বাঁধল এই প্রথম। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে সেই রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা l এখন শুধু প্রধানমন্ত্রীর যাওয়ার অপেক্ষায় সকলে l
akb tv news
12.09.2025